গাজীপুরে ৯৯টি অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

গাজীপুরে গত তিনদিনে মোট ৯৯টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এর অনেকগুলোকেই বন্ধ করে দেয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সাধারণ জনগণ সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানালেও অনেকের মধ্যেই প্রশাসনিক এই তৎপরতার পর বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে বন্ধ রাখার দেশের মধ্যে পড়ো খোলা রাখা হচ্ছে কোন কোন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। আবার বাইরে তালা লাগিয়ে ভেতরে কাজ করার চিত্র পাওয়া গেছে। গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো: খায়রুজ্জামান জানান, স্বাস্থ্য বিভাগ, জেলা উপজেলা ও প্রশাসনের মোট ১৪টি টিম ৩ দিন অভিযান চালিয়ে গাজীপুর মহানগর ও বিভিন্ন উপজেলা এলাকার মোট ৯৯টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। মাত্র তিন দিনে স্বল্প সংখ্যক লোকবল নিয়ে সবগুলি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তালিকায় আরও ৫৭ টি অবৈধ প্রতিষ্ঠান রয়েছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।