এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিন বিকল, চিকিত্সা ব্যাহত {ফেব্রুয়ারি ০২, ২০২১}

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন, ডেন্টাল চেয়ার ও আলট্রাসনোগ্রামের প্রিন্টারের অভাবে চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮৭ সালের ২৯ এপ্রিল একটি এক্স-রে মেশিন সরকারিভাবে সরবরাহ করা হয়। ঐ মেশিনটি ১৯৮৮ সালের ৯ জানুয়ারি চালু করা হয়। কিন্তু ২০ বছর চলার পর এক্স-রে মেশিনটি ২০০৮ সালের ১১ জুলাই থেকে অকেজো হয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পর ঢাকা থেকে টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত যোগ্য নয় বলে মতামত দেন। ফলে প্রায় সাড়ে ১২ বছর ধরে হাসপাতালে এক্স-রে মেশিন নেই। তাই এক্স-রে টেকনিশিয়ানকে প্রেষণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।

এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৯০ সালের ২৭ নভেম্বর একটি ডেন্টাল চেয়ার সরবরাহ পাওয়া যায়। ডেন্টাল চেয়ারখানা ১৯৯১ সালের ১৩ নভেম্বর চালু করা হয়। প্রায় ১৬ বছর পর ২০০৬ সালে সেটি অকেজো হয়ে পড়ে। ফলে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা প্রায় সাড়ে ১২ বছর ধরে এক্স-রে মেশিন এবং প্রায় সাড়ে ১৪ বছর ধরে ডেন্টাল চেয়ারের অভাবে সু-চিকিত্সা থেকে বঞ্চিত হয়ে আসছে।

More Read