Why Is Liver Cancer More Lethal for Black Patients?

Black people with hepatitis C develop liver cancer sooner than people in other racial groups and the cancer is often more aggressive, but current screening guidelines may not be broad enough to catch these cases early, according to a new study.

Why? Despite often being more advanced, liver cancer in Black people is slower to cause liver damage and scarring, and current guidelines call for liver cancer screening only after such scarring (cirrhosis) has occurred, researchers said.

“Not only is the cancer more aggressive, but we are also not picking it up at the same point in time as we do for other populations,” explained study author Dr. Umut Sarpel, an associate professor of surgery and medical education at the Icahn School of Medicine at Mount Sinai in New York City. “Providers in this arena say that until you develop cirrhosis, you’re fine, but this study tells us that is not really true for everyone.”

While rates of many other cancers are going down, liver cancer is on the rise, according to the U.S. Centers for Disease Control and Prevention. Hepatitis C infection is the main risk factor for hepatocellular carcinoma (HCC), the most common type of liver cancer in adults. Hepatitis C can cause cirrhosis, which can lead to liver cancer.

More Read

কেরানীগঞ্জে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষায় ব্যাপক সাড়া {1st January, 2021}

সালাহ্উদ্দিন মিয়া, কেরানীগঞ্জ ॥ জানুয়ারি মাস বিশ্বব্যাপী জরায়ুমুখের ও স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। তাই এ মাস সামনে রেখে দক্ষিণ এশিয়া মেডিক্যাল ফিজিক্স ও ক্যান্সার গবেষণা কেন্দ্রের আয়োজনে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কেরানীগঞ্জের আটি পাঁচদোনা কমিউনিটি ক্লিনিকে রবিবার দিনব্যাপী চলে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা কর্মসূচী। এ সময় ১০০ নারীকে এই সেবা দেয়া হয়। এ কর্মসূচীতে ৩০ থেকে ৬০ বছর বয়সী যে কোন নারী এই সেবা নিতে পারেন এবং ২০ থেকে ৬০ বছর বয়সী যে কোন নারী স্তন পরীক্ষার সেবা নিতে পারেন।

বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য গুণগত স্বাস্থ্য শিক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে পর্র্যায়ক্রমে পুরো দেশে চলে এ কর্মসূচী। সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব জরায়ুমুখ ও স্তন ক্যান্সার।

জানা গেছে, দক্ষিণ এশিয়া মেডিক্যাল ফিজিক্স ও ক্যান্সার গবেষণা কেন্দ্রটি বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোর ভুবন ট্রাস্টের প্রধান প্রকল্প। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি ক্যান্সার চিকিৎসার মান উন্নয়নে কাজ করে চলছে। বর্তমানে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিশ্বব্যাপী নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে মহিলাদের প্রায় ১২% জরায়ু ক্যান্সারে আক্রান্ত। জরায়ু ক্যান্সারের জন্য মূলত হিউম্যান ল্যান্সিলোসা ভাইরাস দায়ী। এই ভাইরাস সহবাসের মাধ্যমে ছড়ায়। এছাড়াও অল্প বয়সে বিয়ে হলে কিংবা দীর্ঘ সময় ধরে জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করলে জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, একাধিক ব্যক্তির সঙ্গে যৌন মিলন এবং যৌনাঙ্গ অপরিষ্কার থাকলেও জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এই রোগের অন্যান্য কারণগুলো হলো স্ক্যানিং পদ্ধতির প্রচলন না থাকা, নিম্ন আর্থ-সামাজিক অবস্থা, সচেতনতা অভাব, বাল্য বিয়ে, অধিক সন্তান জন্মদান ও যৌনবাহিত রোগসমূহ। সাধারণত ৩০ বছর রয়স থেকে নারীদের মধ্যে এর লক্ষণ দেখা দেয়।

More Read: 

World Cancer Day: COVID-19’s Impact on the Fight Against Cancer

Inequality is present in most aspects of life, but in the global fight against cancer the stark difference between industrialised countries and developing nations in their ability to diagnose and treat the disease, is a matter of life and death. Most new cancer cases today occur in low- and middle-income countries, and COVID-19 has further strained the capacities of health infrastructure. Strengthening these health systems is key in the global fights against both cancer and COVID-19.

Marking this year’s World Cancer Day on 4 February, the IAEA held a panel discussion, exploring the impact the COVID-19 pandemic has had on cancer care globally and the support provided by the IAEA to radiotherapy practitioners worldwide. Panelists called for more and urgent action to address the wide gap in diagnosis and therapy access between developed and developing countries.

More Read

এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিন বিকল, চিকিত্সা ব্যাহত {ফেব্রুয়ারি ০২, ২০২১}

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন, ডেন্টাল চেয়ার ও আলট্রাসনোগ্রামের প্রিন্টারের অভাবে চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮৭ সালের ২৯ এপ্রিল একটি এক্স-রে মেশিন সরকারিভাবে সরবরাহ করা হয়। ঐ মেশিনটি ১৯৮৮ সালের ৯ জানুয়ারি চালু করা হয়। কিন্তু ২০ বছর চলার পর এক্স-রে মেশিনটি ২০০৮ সালের ১১ জুলাই থেকে অকেজো হয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পর ঢাকা থেকে টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত যোগ্য নয় বলে মতামত দেন। ফলে প্রায় সাড়ে ১২ বছর ধরে হাসপাতালে এক্স-রে মেশিন নেই। তাই এক্স-রে টেকনিশিয়ানকে প্রেষণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।

এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৯০ সালের ২৭ নভেম্বর একটি ডেন্টাল চেয়ার সরবরাহ পাওয়া যায়। ডেন্টাল চেয়ারখানা ১৯৯১ সালের ১৩ নভেম্বর চালু করা হয়। প্রায় ১৬ বছর পর ২০০৬ সালে সেটি অকেজো হয়ে পড়ে। ফলে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা প্রায় সাড়ে ১২ বছর ধরে এক্স-রে মেশিন এবং প্রায় সাড়ে ১৪ বছর ধরে ডেন্টাল চেয়ারের অভাবে সু-চিকিত্সা থেকে বঞ্চিত হয়ে আসছে।

More Read