News & Event

কেরানীগঞ্জে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষায় ব্যাপক সাড়া {1st January, 2021}

সালাহ্উদ্দিন মিয়া, কেরানীগঞ্জ ॥ জানুয়ারি মাস বিশ্বব্যাপী জরায়ুমুখের ও স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। তাই এ মাস সামনে রেখে দক্ষিণ এশিয়া মেডিক্যাল ফিজিক্স ও ক্যান্সার গবেষণা কেন্দ্রের আয়োজনে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কেরানীগঞ্জের আটি পাঁচদোনা কমিউনিটি ক্লিনিকে রবিবার দিনব্যাপী চলে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা কর্মসূচী। এ সময় ১০০ নারীকে এই সেবা দেয়া হয়। এ কর্মসূচীতে ৩০ থেকে ৬০ বছর বয়সী যে কোন নারী এই সেবা নিতে পারেন এবং ২০ থেকে ৬০ বছর বয়সী যে কোন নারী স্তন পরীক্ষার সেবা নিতে পারেন।

বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য গুণগত স্বাস্থ্য শিক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে পর্র্যায়ক্রমে পুরো দেশে চলে এ কর্মসূচী। সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব জরায়ুমুখ ও স্তন ক্যান্সার।

জানা গেছে, দক্ষিণ এশিয়া মেডিক্যাল ফিজিক্স ও ক্যান্সার গবেষণা কেন্দ্রটি বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোর ভুবন ট্রাস্টের প্রধান প্রকল্প। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি ক্যান্সার চিকিৎসার মান উন্নয়নে কাজ করে চলছে। বর্তমানে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিশ্বব্যাপী নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে মহিলাদের প্রায় ১২% জরায়ু ক্যান্সারে আক্রান্ত। জরায়ু ক্যান্সারের জন্য মূলত হিউম্যান ল্যান্সিলোসা ভাইরাস দায়ী। এই ভাইরাস সহবাসের মাধ্যমে ছড়ায়। এছাড়াও অল্প বয়সে বিয়ে হলে কিংবা দীর্ঘ সময় ধরে জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করলে জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, একাধিক ব্যক্তির সঙ্গে যৌন মিলন এবং যৌনাঙ্গ অপরিষ্কার থাকলেও জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও এই রোগের অন্যান্য কারণগুলো হলো স্ক্যানিং পদ্ধতির প্রচলন না থাকা, নিম্ন আর্থ-সামাজিক অবস্থা, সচেতনতা অভাব, বাল্য বিয়ে, অধিক সন্তান জন্মদান ও যৌনবাহিত রোগসমূহ। সাধারণত ৩০ বছর রয়স থেকে নারীদের মধ্যে এর লক্ষণ দেখা দেয়।

More Read: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *