Mail :

scmpcr17@gmail.com

Call Us :

+880 1711 841063

Research & Publications

Published Books

The revenue generated from the sale of Alo Bhubon Trust’s published books will be deposited to the organization’s Cancer Welfare Fund, which supports cancer patients and raises awareness of the disease.

জার্মানির যত সূর্যকন্যা
অধ্যাপক গোলাম আবু জাকারিয়া

সংক্ষিপ্তসার: হিলডেগার্ড ফন বিঙ্গেন থেকে ফ্রেডেরিকে অটো বইটি জার্মান ভাষাভাষী পনেরো জন স্বনামধন্য নারীর জীবন ও কর্মপ্রবাহ ঘিরে সংকলিত। এঁরা মধ্যযুগ থেকে শুরু করে আজ অবধি জার্মান রাষ্ট্র ও সমাজের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখে খ্যাতনামা হয়েছেন। এঁদের কর্মপ্রবাহকে উপজীব্য করেই বর্তমান জার্মান নারীসমাজ, পুরুষদের পাশাপাশি দেশে ও বিদেশে মানবিক উন্নয়ন ও উত্তরণে নিজেদের অবদান রেখে চলেছেন।
জার্মান নারীদের কেন্দ্র করে পনেরোটি প্রবন্ধের প্রত্যেক রচয়িতাই সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি-সহ বিভিন্ন অঙ্গনে কর্মরত। এঁদের মধ্যে ছয়জন প্রবাসী বাঙালি ও বাকি নয়জন জার্মান লেখক। সকলেই নিজস্ব দৃষ্টিকোণ থেকে এই বিদুষী নারীদের জীবন, সংগ্রাম ও সাধনার আলোকে বিভিন্ন চিন্তাধারা ও তথ্যবহুল দিক তুলে ধরেছেন।

অনুরাগীদের স্মৃতিকথায়
অধ্যাপক গোলাম আবু জাকারিয়া

সংক্ষিপ্তসার: অনুরাগীদের স্মৃতিকথায় অধ্যাপক জাকারিয়া বাংলাদেশে মেডিকেল ফিজিক্সের পথিকৃৎ গ্রন্থে অধ্যাপক গোলাম আবু জাকারিয়ার বহুমুখী কার্যক্রমের সঙ্গে সংযুক্ত চিকিৎসক, মেডিকেল ফিজিসিস্ট, মেডিকেল ফিজিক্সের শিক্ষক ও শিক্ষার্থীগণ প্রবন্ধ লিখেছেন। এই প্রবন্ধগুলোতে বাংলাদেশে মেডিকেল ফিজিক্সের সূচনা ও উন্নয়নে তাঁর অবদানের কথা লিপিবদ্ধ হয়েছে। এই গ্রন্থের মাধ্যমে সংশ্লিষ্ট নীতিনির্ধারকগণ বাংলাদেশে মেডিকেল ফিজিক্স প্রতিষ্ঠার যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে বিশদ জানতে পারবেন। আমাদের দৃঢ় বিশ্বাস, এই গ্রন্থ পড়ে বাংলাদেশে ক্যান্সার রোগের সুচিকিৎসার জন্য তাঁর গৃহীত যুগান্তকারী উদ্যোগ আরও কার্যকরী করার জন্য সকলে আন্তরিকভাবে সচেষ্ট হবেন।
গ্রন্থটিতে অধ্যাপক জাকারিয়ার সহকর্মীগণ ও বন্ধুদের লেখায় তাঁর বৈচিত্র্যময় জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। গ্রন্থটি তরুণ প্রজন্মের জন্য নির্দেশিকাস্বরূপ। এই বই জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার সেতুবন্ধনে সুস্পষ্ট নির্দেশনা দিতে সক্ষম হবে। বর্তমানে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে বিদেশে যাচ্ছেন, কেউ কেউ সেখানে স্থায়ী হচ্ছেন। অধ্যাপক জাকারিয়ার জীবন ও কর্ম তাঁদের অনুপ্রাণিত করবে।

Robindronath Tagore - Wanderer Between Worlds
Dr. Golam Abu Zakaria

Abstract: Rabindranath Tagore was a wanderer between worlds in a geographical as well as in a cultural sense. 20 authors, coming from different disciplines, reflect his many-faceted work, dealing with his life and legacy, his reform pedagogy and his creative cosmopolitanism. His life and work in a Bengali village present the 'other', more practical Tagore, who was confronted with the daily problems and needs of the peasant, his French appreciations, his role in the movement for non- violence and his interaction with Albert Einstein. Other articles are on his integration into European culture, his concern for freedom, his interest in natural sciences, in painting, and, of course writing. The volume is an attempt to show the many sides of the 'poet-philosopher' who also took an active interest in science and social affairs, and who took a stance in politics.

Wie schamles dech die Madchen geworden sind
Dr. Golam Abu Zakaria

Abstract: Rokeya Sakhawat Hossain war eine herausragende Persönlichkeit in der Geschichte der Frauenbewegung in Südasien. Für eine moslemische Frau im damaligen Indien durchaus ungewöhnlich, entwickelt sie sich zu einer beeindruckenden Persönlichkeit des öffentlichen Lebens. Rokeya gründete eine Mädchenschule und die erste Organisation für moslemische Frauen in Bengalen. Sie war Vorkämpferin sozialer Reformen, Frauenrechtlerin und wortgewaltige Autorin des 20. Jahrhunderts. In der vorliegenden Publikation werden Lebensabschnitte und Gedanken dieser brillanten Bengalin, die in Ideen und Handeln ihrer Zeit weit voraus war, aufgezeigt. Bengalische und deutsche Autoren schreiben über ihr Leben und Denken und machen so eine in unserem Sprachraum noch unbekannte Frau greifbar.
Erstmals erscheinen in diesem Band in deutscher Sprache Aufsätze zu ihrem Leben und ihre Originaltexte in kompakter Form.

Leben und Werk des bengalischen Dichters Kazi Nazrul Islam
Dr. Golam Abu Zakaria

Abstract: Kazi Nazrul Islam (1899-1976) wird in Bangladesch und Indien zu den bedeutendsten Dichtern des 20. Jahrhunderts gezählt. Seine Lieder und Gedichte sind bei Menschen aller Bevölkerungsschichten ausgesprochen populär.
Im deutschsprachigen Raum ist er jedoch weitgehend unbekannt. Bisher gab es so gut wie keine Übersetzungen seiner Werke ins Deutsche.
Der 100. Geburtstag des Dichters und Freiheitskämpfers im Mai 1999 ist Anlaß, durch eine Buchpublikation beim deutschsprachigen Lesepublikum Interesse an Nazrul Islam zu wecken.
Bengalische und deutsche Autorinnen und Autoren versuchen, sich Nazrul Islam aus unterschiedlichen Perspektiven zu nähern. Und erstmals wird in dem vorliegenden Band eine repräsentative Auswahl an Gedichten Nazrul Islams in deutscher Sprache veröf- fentlicht!

Rabindranath Tagore - Wanderer zwischen Welten
Dr. Golam Abu Zakaria

Abstract: Rabindranath Tagore (1861-1941) ist der bekannteste Dichter des indischen Subkontinents. Dabel war Tagore nicht nur Dichter, son- dern ebenso Philosoph, Künstler, Pädagoge und Sozialreformer. Er war die erste Persönlichkeit außerhalb des westlichen Kulturkreises, die 1913 den Nobelpreis für Literatur erhielt. In seiner Heimat Bang- ladesch und auch in Indien wird er mit Goethe, Shakespeare oder Dante auf eine Stufe gestellt.
In der ersten Hälfte des 20sten Jahrhunderts war Tagore in Europa eine Kultfigur. Er steht für Toleranz, Weltoffenheit, Selbstbestimmt- heit, soziales Engagement, und seine Naturverbundenheit ist bei- spielhaft.
In diesem Buch beschreiben bengalische und deutsche Autoren anlässlich seines 150sten Geburtstages die bisher im Westen wenig bekannte Seite Tagores.

বাংলাদেশে বিজ্ঞান চর্চা
অধ্যাপক গোলাম আবু জাকারিয়া

সংক্ষিপ্তসার:দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক দশকের মধ্যেই এশিয়া ও আফ্রিকার দেশসমূহ একে একে স্বাধীনতা পেতে শুরু করে। স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও মাত্র গুটিকয়েক দেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হতে পেরেছে। পক্ষান্তরে অধিকাংশ দেশ এখনও ক্ষুধা, দারিদ্র্য এবং পরনির্ভরশীলতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। এর অন্যতম কারণ বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নে ব্যর্থতা। পরাধীনতার গ্লানি মুক্ত হয়ে যে কয়েকটি দেশ ইর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে তার পশ্চাতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা বিশ্ব স্বীকৃত হলেও আজও বাংলাদেশ সহ অনুন্নত বিশ্বে অনেকে মনে করেন দারিদ্র্য বিমোচন না করে অহেতুক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অর্থ বিনিয়োগ অপচয় ছাড়া কিছু নয়।
আলোচ্য বইটি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর লেখা প্রবন্ধ সংকলিত করে প্রকাশ করা হয়েছে।
সামগ্রিকভাবে এই সমস্ত তথ্য, ইতিহাস এবং বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রবন্ধসমূহ বাংলাদেশে অবহেলিত ও পিছিয়ে পড়া বিজ্ঞানচর্চা এবং গবেষণায় নিয়োজিত বিজ্ঞানীদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।

একবিংশ শতাব্দী ও বাংলাদেশ
অধ্যাপক গোলাম আবু জাকারিয়া

সংক্ষিপ্তসার: এক রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীনতার পর বাংলাদেশের তিরিশ বছর গত হয়েছে। আজও মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি। দারিদ্র্য বিমোচনের নামে ঋণ আর সাহায্য হিসেবে সহস্র কোটি ডলার এসেছে। পরিস্থিতি যে তিমিরে সেই তিমিরেই আচ্ছন্ন হয়ে আছে। বিশ্বায়নকে তাই আজ সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিশ্বায়ন নিয়ে যথেষ্ট লেখা হচ্ছে। কিন্তু বিকল্প কী সে বিষয়ে কোনো গ্রহণযোগ্য দিক নির্দেশনা নেই। আলোচ্য গ্রন্থে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে কীভাবে দেশকে এগিয়ে নেয়া যায় তার ওপর আলোকপাত করা হয়েছে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, পরিবেশ, নারীর ক্ষমতায়ন, কোনো কিছুই আলোচনা থেকে বাদ যায়নি। বিশেষ করে বিজ্ঞানের সম্ভাবনাসমূহকে কীভাবে কাজে লাগানো যায় তা যথেষ্ট গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী।

Sheikh Mujibur Rahman
Dr. Golam Abu Zakaria

Abstract: Sheikh Mujibur Rahman (1920-1975) ist nicht nur der Architekt und Gründer der Volksrepublik Bangladesch, sondern auch ein Symbol für nationale Identität, Völkerverständigung und soziale Gerechtigkeit. Sein Leben ist ein Beispiel für alle, die politische und wirtschaftliche Emanzipation ihrer Länder suchen. In seiner Heimat Bangladesch wird er mit Julius Nyerere, Salvador Allende, Nelson Mandela oder Fidel Castro auf eine Stufe gestellt.
In den siebziger Jahren hat man den Nahmen von Bangabandhu Sheikh Mujibur Rahman und seine Rolle zur Unabhängigkeit von Bangladesch wiederholt gehört. In deutscher Sprache sind jedoch kaum Bücher über sein Leben und Schaffen erschienen.
Der 100. Geburtstag des Freiheitskämpfers und der großen politischen Persönlichkeit im März 2020 ist Anlass, mit einer Buchpublikation bei dem deutschsprachigen Lesepublikum Interesse an Sheikh Mujibur Rahman zu wecken.
In diesem Buch beschreiben bengalische und deutsche Autoren die bisher im Westen wenig bekannte Seite Bangabandhus.

Medical Physics and Cancer Care Aspects in Bangladesh
Prof. Dr. Hasin Anupama Azhari

Abstract: Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Publications & Research

Alo Bhubon Trust primarily works on health, education and renewable energy. By exerting efforts in gathering data through research, we can assess our future direction. Publications through research will help us to visualize our activities worldwide. We have experts panel from different disciplines from home and abroad for conducting research.

Book Chapters

Mohammad Ullah Shemanto, Hasin Anupama Azhari & Golam Abu Zakaria; (2021). Chapter 32: The South Asia Centre for Medical Physics and Cancer Research: its activities and collaboration with the Global Health Catalyst. In A. Elzawawy, & W. Ngwa (Eds.), Approaching Global Oncology The win-win model (pp. 32.1-32.6). IOP Publishing. https://doi.org/10.1088/978-0-7503-3075-6ch32

Conference Proceedings and Journals

Hasin Anupama Azhari, Mohammad Ullah Shemanto, Masum Chawdhury, Golam Abu Zakaria; South Asia Centre for Medical Physics and Cancer Research: An Emerging Centre Fighting Against Cancer; The first National NCDs Conference in Bangladesh, Bangladesh Non-Communicable Diseases Forum, January 2022.

Yeong, C.H., Azhari, H., Parveen, S. et al. Health management during COVID-19 pandemic—contribution of women health informaticians, medical physicists and veterinarians from Bangladesh and Malaysia during the world crisis. Health Technol. 11, 1149–1163 (2021).
https://doi.org/10.1007/s12553-021-00588-w

G. A. Zakaria, H.A. Azhari, M. Shemanto, V. Steil, F. Hensley; South Asia Centre for Medical Physics and Cancer Research: A Good Example of Regional Cooperation; 21st Asia-Oceania Congress of Medical Physics (AOCMP-2021); United International University, Dhaka, Bangladesh, December 2021

Hasin Anupama Azhari, Masum Chawdhury, Mohammad Ullah Shemanto, Golam Abu Zakaria; South Asia Centre for Medical Physics and Cancer Research (SCMPCR): A Centre of Excellence to Fight Against Cancer; Proceedings of the Annual Meeting of the Japanese Society of Radiological Technology, Volume: 77th, Page: 262-263, ISSN: 1884 7846, Mar. 20, 2021• Frank, Hensley, et al. “Session 34: Medical Physics and Biomedical Engineering in the Developing Countries – Education and Profession.” Biomedical Engineering / Biomedizinische Technik, vol. 62, no. s1, 2017. Crossref, https://doi.org/10.1515/bmt-2017-5055

Other Organizations Newsletter/ website•

K. T. Nur, M. U. Shemanto, H. A. Azhari: SCMPCR: First Online E-learning Course on Medical Physics in Bangladesh, AFOMP Newsletter, January 2021 Vol.-13 No. 1

M. U. Shemanto, H. A Azhari, SCMPCR Covid-19 Activities, Special Interest Feature: Covid-19, AAPM Newsletter, 39-41, May/June 2020, Volume 45, No. 3

T. H Patwari, M. U. Shemanto, H. A Azhari, South Asia Centre for Medical Physics and Cancer Research (SCMPCR): A Regional Competence Centre for Cancer Control in South Asia, AAPM Newsletter, 45-48, May/June 2020, Volume 45, No. 3

Join SCMPCR

SCMPCR Organizes Different Workshop and Training Each Year

Join the workshop and explore the way to improve your skills