SCMPCR organized awareness program on breast cancer: preventive measures and treatment approaches on October 18, 2020 at Jalpahar Hall, Matiranga, Khagrachari
অক্টোবর মাসটি বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই মাসটিকে আন্তর্জাতিক স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে ঘোষণা করা হয়। রোগটির নাম শুনেনি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এই রোগের লক্ষণ কিংবা এর প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং প্রতিরোধ বিষয়ে সাধারণ মানুষের ধারণা নেই বললেই চলে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নৃগোষ্ঠীরা এইরোগের সচেতনতা ও চিকিৎসা সম্পর্কে অনেকটাই অজ্ঞ। প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছে। একটি জরিপে দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্রে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন নারী এই রোগে আক্রান্ত হচ্ছে। পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা আলো ভুবন ট্রাষ্টের প্রধান প্রকল্প দক্ষিন এশিয়া মেডিকেল ফিজিক্স ও ক্যান্সার গবেষনা কেন্দ্র (এস.সি.এম.পি.সি.আর) এর উদ্যোগে গত ১৮ অক্টোবর বেলা ৩ টা থেকে ৬ টা পর্যন্ত অনলাইন ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয় যা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার জলপাহাড় হলে স্থানীয় নারীদের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করা হয় যেখানে বিভিন্ন বয়সের প্রায় ৬০-৭০ জন স্থানীয় আদিবাসী নৃগোষ্ঠী নারীরা অংশগ্রহণ করেছে।