Cervical & Breast Cancer Awareness Program 2023
বিশ্ব ক্যান্সার দিবস-২০২৩ উপলক্ষে, আলো ভুবন ট্রাস্ট ও দক্ষিণ এশিয়া মেডিকেল ফিজিক্স এবং ক্যান্সার গবেষণা কেন্দ্র (এসসিএমপিসিআর) এর আয়োজনে এবং ইয়ুথ অ্যালায়েন্স ফর সাসটেইনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট(ইয়াসিদ) এর সহযোগিতায় ৮ ই ফেব্রুয়ারী ২০২৩ কক্সবাজার জেলার নাজিরারটেক শুটকি পল্লিতে জরায়ু -মুখ ও স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আলো ভুবন ট্রাস্ট, প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারী, সাধারণ সম্পাদক, আলো ভুবন ট্রাস্ট, মিস নাহিদা সুলতানা, জুনিয়র প্রোগ্রাম অফিসার, আলো ভুবন ট্রাস্ট, ফাহিম মোঃ রাফিউল ইসলাম, আইটি অফিসার আলো ভুবন ট্রাস্ট, জনাব কায়সার হামিদ, নির্বাহী পরিচালক,ইয়াসিদ এবং ডাঃ শেফাতুজ্জাহান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম। এছাড়াও ইয়াসিদের পক্ষ থেকে দুইজন স্বেচ্ছাসেবক লিও তাহসান আরিফ ও মিস সুমাইয়া কাওসার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাজিরারটেক এর স্থানীয় অর্ধশতাধিক নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার ও এর ভয়াবহতা এবং প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করা। বিশেষ করে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার যা বর্তমানে নারী মৃত্যুর প্রধান কারণ। প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারী তার বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয় ও তথ্যবহুলভাবে উপস্থাপন করেন এবং উপস্থিত সকলে অনুষ্ঠানটি উপভোগ করেন।
সবশেষে, ডাঃ শেফাতুজ্জাহান মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেন এবং উপস্থিত সকলকে সাধারণ স্বাস্থ্যসেবা, ক্যান্সারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
আমাদের আলো – বিটি টিমের জন্য একটি খুব ভাল অভিজ্ঞতা। এই এলাকায় সবচেয়ে অভাবী মানুষ বসবাস করে। তারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা অভিবাসী। নাজিরারটেক বাংলাদেশের বৃহত্তম শুটকি মাছের অবস্থানের জন্য বিখ্যাত। তাদের বেশিরভাগই তাদের সন্তানদের নিয়ে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন। আমরা তাদের সাথে দেখা করে এবং আমাদের প্রোগ্রামটি করতে পেরে খুব খুশি।