UIU faculty reelected OWSD Executive Board Member

United International University (UIU) Prof Dr Hasin Anupama Azhari has been reelected as the Organization for Women in Science for the Developing World (OWSD) Executive Board Asia Pacific Region Member for the years 2021-2025. 

She has been working with OWSD since 2005, helping to increase the quantity and quality of women in science, said a press release.

Regional members were elected using the OpaVote platform from 28 June to 4 July where Anupama received 201 votes out of 375 cast by active full members of the OWSD in the Asia Pacific.

Prof Anupama is currently the director of UIU Centre of Biomedical Science and Engineering (CBSE).

She received the “International Day of Medical Physics award 2018” from IOMP (International Organization for Medical Physics) and AFOMP Outstanding Medical Physicist Award 2020.

“Read More”

বদলে যাচ্ছে ভাইরাস, পাল্টে যেতে পারে মানুষও [০৪ জুলাই ২০২১]

অন্যদিকে, করোনাভাইরাস প্রাকৃতিক নয় বরং কোনো ল্যাবে তৈরি হয়েছে—এমন ‘ষড়যন্ত্রতত্ত্ব’ যদি হালে পানি পায়, তাহলে ‘প্রাণ’ সৃষ্টির প্রচলিত ধ্যানধারণা নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে। বস্তুত ভাইরাসের উদ্ভব, প্রসার ও পরিবর্তনের প্রাকৃতিক প্রক্রিয়াটি এমন যে এখানে কোনো পূর্বপরিকল্পনার সুযোগ নেই। অবিরামভাবে চলতে থাকা পর্যায়ক্রমিক ‘মিউটেশন’ পুঞ্জীভূত হয়েই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অভিযোজিত হয়ে নতুন নতুন ‘প্রজাতি’ জন্ম নেয়।

করোনা অতিমারির নির্মমতার মধ্য দিয়ে ‘প্রাকৃতিক নির্বাচন’-সম্পর্কিত বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারটি চোখে আঙুল দিয়ে দেখানোর সুযোগ তৈরি হয়েছে। করোনাভাইরাস, তার বংশবিস্তার, মিউটেশন, বিভিন্ন ভেরিয়েন্ট ও স্ট্রেইনের দাপট এবং অদূর ভবিষ্যতে আরেকটি নতুন প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কার মধ্য দিয়ে মানবজাতি আজ দিন অতিবাহিত করছে। ভাইরাসটি যে রকম জীবননাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাতে নিশ্চয়ই কেউ আর দাবি করবেন না যে এ নৃশংসতার পেছনে কারও কোনো হাত রয়েছে! আমরা বরং নিজের চোখেই দেখতে পারছি, যেখানে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, সেখানেই ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। যত বিস্তার হচ্ছে, ততই বংশবৃদ্ধি ঘটাচ্ছে ভাইরাসটি, আর প্রতিটি বংশবিস্তারের সঙ্গেই ঘটছে ‘ডিএনএ কপিইং’ পর্ব। যত বেশি কপি হচ্ছে, তত বেশি করে হচ্ছে ‘র‌্যানডম মিউটেশন’। এসব মিউটেশনের বেশির ভাগই নিষ্ফলা হলেও কিছু কিছু ভেরিয়েন্ট আরও বেশি সংক্রামক বা বংশবিস্তারে ততোধিক পারঙ্গম হয়ে উদ্ভাবিত হচ্ছে।

“Read More”

বাস্তবে রূপ পাচ্ছে ১৫ তলা ক্যান্সার ভবন [৩ জুলাই, ২০২১]

অবশেষে বাস্তবে রূপ পাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন ১৫ তলা ক্যান্সার ভবন। আগামী ২৯ জুলাই এ ভবনের ভার্চুয়ালি ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভিত্তি প্রস্তরের পরপরই নির্মাণ কাজ শুরু হবে এ ভবনের। আগের নির্ধারিত স্থানেই ভবনের নির্মাণ কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। হাসপাতাল পরিচালক আজাদীকে বলেন, ২৯ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নতুন ক্যান্সার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। তিনি অনলাইনে এ ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রমে যুক্ত হবেন। কয়েকদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামসহ ৮টি বিভাগীয় শহরের (ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা) মেডিকেল কলেজ হাসপাতালে একশ শয্যার একটি করে ক্যান্সার ইউনিট স্থাপনে এ প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায় ২০১৯ সালে। ডিপিপি অনুযায়ী একশ শয্যার ক্যান্সার ইউনিট স্থাপনের জন্য ২টি বেইজমেন্ট (বাংকার)সহ ১৫ তলা বিশিষ্ট একটি করে ভবন নির্মাণের সংস্থান রয়েছে। প্রকল্পটি বায়স্তবায়নের দায়িত্বে রয়েছে গণপূর্ত বিভাগ।
বিশেষায়িত এ ইউনিট নির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক অনুমোদনের পরই এই অবকাঠামো নির্মাণে জায়গা চিহ্নিত করে জানাতে গণপূর্ত বিভাগ থেকে চিঠি দেওয়া হয় চমেক হাসপাতাল প্রশাসনকে। চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর তৎকালীন নির্বাহী প্রকোশলী মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষরে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর এ চিঠি দেওয়া হয়। গণপূর্ত বিভাগের চিঠির প্রেক্ষিতে ক্যান্সার ইউনিটের নতুন ভবন নির্মাণে বর্তমান ক্যান্সার ওয়ার্ডের পাশে (ক্যান্টিন সংলগ্ন) খালি জায়গাটি
নির্ধারণ করে হাসপাতাল প্রশাসন। জায়গাটি নির্ধারণ করে গণপূর্ত বিভাগ এবং স্থাপত্য অধিদফতরে চিঠি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নির্ধারিত ওই জায়গাতেই ভবনটি গড়ে তোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। আর প্রকল্পের ডিপিপি অনুমোদন, স্থান চূড়ান্ত ও ডিজিটাল সার্ভের পর ভবনের নকশা প্রণয়নের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর বর্তমান নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ। তিনি বলেন, স্থাপত্য অধিদপ্তর নকশা প্রণয়ন করেছে। একই নকশায় ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে নতুন এ ভবন গড়ে তোলা হবে। ২৯ জুলাই একই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সবকয়টি (৮টি বিভাগীয় শহরের) ক্যান্সার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে আমাদের জানানো হয়েছে। এদিকে, ভিত্তি প্রস্তর স্থাপনের পর নির্ধারিত জায়গায় থাকা পুরনো স্থাপনা (ক্যান্টিন ও অন্যান্য স্থাপনা) অপসারণের কাজ শুরুর কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মেডিকেল কলেজের পুরনো দু’তলা ফার্মাকোলজি ভবনটি (অনেকটা পরিত্যক্ত) নিলামের মাধ্যমে অপসারণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ। পুরনো স্থাপনা অপসারণের কাজ শেষ হলে নতুন ভবনের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

“Read More”

ক্যানসার একে একে কেড়ে নিল দরিদ্র পরিবারের ৬ সদস্যের জীবন

আব্দুর রশিদ বলেন, তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ইকড়া গ্রামের আকবার আলীর মেয়ে সাহিদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর একে একে তিন ছেলে আর দুই মেয়ে হয়। ২০ বছর আগে স্ত্রী সাহিদা স্তন ক্যানসারে মারা যান। এরপর ছেলে আর পুত্রবধূদের নিয়ে চলছিল তাঁর জীবন। স্ত্রীর মৃত্যুর ছয় বছর পর বড় ছেলে রবিউল ইসলামের (৩০) মাথায় টিউমার হয়। মাত্র এক মাসের মধ্যে তিনি মারা যান। এর ১৪ বছর পর স্তন ক্যানসার ধরা পড়ে বড় মেয়ে খালেদা খাতুনের। তখন তাঁর বয়স ২৮ বছর। এক বছর চিকিৎসাধীন থেকে খালেদাও মারা যান। খালেদার মৃত্যুর এক বছর পর স্তন ক্যানসারেই আক্রান্ত হন ছোট মেয়ে সেলিনা খাতুনও (২৪)। ৫ মাসের চিকিৎসা শেষে সেলিনাও মারা গেছেন। চার বছর আগে ছোট ছেলে সফি উদ্দিন (২০) যকৃৎ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Radiotherapy in South Asia: Infrastructure, Human Resource Capacity, and Future Needs

Purpose/Objective(s)

Limited information on the status of radiotherapy in South Asia is available. The main purpose of the study was to assess radiotherapy infrastructure and related human resource capacity in the region. An effort also was made to identify the future requirements of teletherapy units, radiation oncologists and medical physicists for the region, based on the projected number of new cancer cases by 2030.

Materials/Methods

In this study various resources were used to gather relevant information:1.DIRAC (https://dirac.iaea.org/) 2. A questionnaire based survey.3. IAEA project meeting reports.4.Personal communications. The data was analysed and future needs of teletherapy equipment and human resource capacity in the region was estimated using published IAEA guidelines. The information is updated till Jan 2014.

কম খরচে ক্যান্সার নির্ণয়ে বুয়েটের রসায়ন বিভাগের সাফল্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের পিএইচডি শিক্ষার্থী ফাতেমা জেরীন ফারহানা বুয়েট ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সবুজ রসায়ন প্রয়োগের মাধ্যামে কার্যকরী গ্রুপ সংবলিত  আয়রন অক্সাইড-ভিত্তিক এক নতুন শ্রেণির অজৈব এনজাইম উদ্ভাবন করেছেন, যা ক্যান্সার রোগের জন্য দায়ী বিভিন্ন বায়োমার্কার প্রাথমিক পর্যায়ে অল্প খরচে ও সল্প সময়ে শনাক্ত করতে সক্ষম।

বুয়েটের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শাখাওয়াৎ হোসেন ফিরোজ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার মতে, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ক্যান্সার নির্ণয়ের যে খরচ, তার চেয়ে অনেক কম খরচে এই উপায়ে পরীক্ষা করা যাবে।

গবেষকরা জানান, তাদের গবেষণার ফলাফল এ মাসেই (মে) আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্য রয়েল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নাল, অ্যানালিস্ট এবং দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নাল, এসিএস অ্যাপ্লাইড ন্যানো মেটেরিয়ালসে প্রকাশিত হয়েছে। গবেষণা কাজটির তত্ত্বাবধানে ছিলেন বুয়েটের রসায়ন বিভাগের  অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাখাওয়াৎ  হোসেন ফিরোজ ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সিদ্দিকী রিসার্চ ল্যাবের প্রধান ড. মুহাম্মদ জে. এ. সিদ্দিকী শামিম।

গবেষকরা মনে করেন, ক্যান্সার রোগের কারণে প্রতি বছর বাংলাদেশ ও অস্ট্রেলিয়াসহ পৃথিবীব্যাপী লাখ লাখ মানুষ মারা যান। আর এই মৃত্যু সংখ্যা কমানো সম্ভব শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে সঠিকভাবে ক্যান্সার নির্ণয়ের মাধ্যমে।

“Read More”

করোনার দ্বিতীয় ঢেউ কীভাবে সামলানো যাবে?

UK Clinical Trial Confirms SaNOtize’s Breakthrough Treatment for COVID-19

  • Patients with a self-administered nasal spray application found to have reduced SARS-CoV-2 log viral load by more than 95% in infected participants within 24 hours of treatment, and by more than 99% in 72 hours
  • Trial concluded that treatment accelerated clearance of SARS-CoV-2 by a factor of 16-fold versus a placebo
  • Randomized, double-blind, placebo-controlled trial evaluated 79 confirmed cases of COVID-19, the majority heavily-infected with the UK variant
  • No adverse events were recorded in the group
  • Submission for Emergency Use in the UK and Canada for the treatment and prevention of COVID-19 is planned immediately

“Read More”

ক্যানসার আক্রান্তরা কি করোনার টিকা নেবেন? [২৪ জুলাই ২০২১]

দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা গ্রহণে আগ্রহীদের মনে নানা প্রশ্ন। এর মধ্যে সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ক্যানসারে আক্রান্ত রোগী ও তাঁদের পরিবার। ক্যানসারে আক্রান্ত রোগীরা টিকা নিতে পারবেন কি না, এ নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অবশ্য ক্যানসার রোগীদের টিকা নিতে উদ্বুদ্ধ করেছে এবং এরই মধ্যে নির্দেশিকাও তৈরি হয়েছে। এর মধ্যে বহুল প্রচলিত ন্যাশনাল কম্প্রিহেনশিভ ক্যানসার নেটওয়ার্ক (এনসিসিএন) এবং ইউরোপিয়ান সোসাইটি অব মেডিকেল অনকোলজির (ইএসএমও) দেওয়া নির্দেশিকা জেনে নেওয়া যাক—

  • স্তন ক্যানসার, ফুসফুস ক্যানসার, কিডনি ক্যানসার, যকৃৎ ক্যানসার, অগ্ন্যাশয়ের ক্যানসারসহ সব ধরনের ক্যানসারে আক্রান্ত রোগী চিকিৎসার যেকোনো সময়েই টিকা নিতে পারবেন।
  • ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে যাঁদের কেমোথেরাপি চলছে, তাঁদের রক্তে শ্বেতকণিকার পরিমাণ ঠিক থাকলে টিকা নিতে পারবেন।
  • যেসব ক্যানসার রোগীর অস্ত্রোপচার দরকার হচ্ছে, তাঁরা অস্ত্রোপচারের পর কিছুদিন অপেক্ষা করেই টিকা নিতে পারবেন।
  • যাঁদের অস্থিমজ্জা (বোন ম্যারো) প্রতিস্থাপন হয়েছে বা সেলুলার থেরাপি চলছে, তাঁরা প্রতিস্থাপন বা সেলুলার থেরাপির তিন মাস (এনসিসিএনের মতে) বা ছয় মাস (ইএসএমওর মতে) পরেই টিকা নিতে পারবেন।

“Read More”