News & Event

৯ বছর ধরে পড়ে আছে ২৪ কোটি টাকার যন্ত্র

ক্যানসার চিকিৎসার জন্য ২০১২ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছিল একটি শক্তিশালী রেডিওথেরাপির যন্ত্র। ২৪ কোটি টাকা দামের লিনিয়র অ্যাকসেলারেটর মেশিনটি এত দিনেও কাজে লাগানো হয়নি। বাক্সও খোলা হয়নি। যন্ত্রটির কার্যকারিতা এখন আর নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

এই যন্ত্রের বিক্রয়োত্তর সেবার মেয়াদও ফুরিয়ে গেছে বেশ আগেই। যন্ত্রটি সরিয়ে ফেলার জন্য স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কর্মকর্তারা বলছেন, এই যন্ত্র স্থাপনের জন্য যে ধরনের অবকাঠামো প্রয়োজন, তা এখানে নেই। তা ছাড়া এটা পরিচালনার মতো দক্ষ জনবলও নেই।

এই যন্ত্রের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এঁদের একজন বলেন, খুলনা মেডিকেলে এই যন্ত্র পাঠানোর সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের ছিল না। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। তবে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

“Read More”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *