News & Event

বিজ্ঞানীরা নিজ দেহেও টিকা টেস্ট করছেন, বাদ যাচ্ছে না স্বজন, বন্ধুবান্ধব // ২ সেপ্টেম্বর, ২০২০ //

করোনার ভ্যাকসিন তৈরিতে সারা বিশ্ব জুড়ে চলছে জোর প্রচেষ্টা।  এই পরিস্থিতিতে  ডিআইওয়াই ( নিজেদের শরীরে নিজেরাই ভ্যাকসিন প্রয়োগ) এর পরামর্শ দিয়েছেন অনেক বিজ্ঞানীরা। এই পথ অবলম্বন করে আশানুরুপ ফলাফল পেয়েছেন বিশ্বের অনেকজন বিজ্ঞানী।

উদাহরণস্বরুপ প্রথমেই যার কথা আসে তিনি হলেন, বিজ্ঞানী জনি স্টাইন, যিনি সিয়াটেলের একটি বায়োটেক সংস্থা নর্থ কোস্ট বায়োলজিক্স পরিচালনা করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জুন মাসে সান জুয়ান দ্বীপের মেয়র ফারহাদ ঘাটান এবং আরো ৩০ জনকে তাদের নিজ দেহে ভ্যাকসিন দেওয়ায় ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল স্টাইনকে থাপ্পড় মারেন। সেই সাথে ৪০০ ডলার জরিমানা করা হয়। More read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *