News & Event

৩৫ ভাগই নাক-কান-গলার ক্যান্সারে আক্রান্ত ॥ ২৮-০৭-২০১৯ ॥ Somoy News

দেশে মোট ক্যান্সার আক্রান্তের ৩০ থেকে ৩৫ ভাগই নাক-কান-গলার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, দেশে নাক-কান-গলার ক্যান্সারের অন্যতম কারণ ধূমপান। এক্ষেত্রে ধূমপান প্রতিরোধের পাশাপাশি প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ে রাজধানীর বাইরে সেবা ছড়িয়ে দেবার পরামর্শ বিশ্লেষকদের।

১০ বছরের ধূমপানের অভ্যাস জয়নাল আবেদীনকে জড়িয়েছে স্বরযন্ত্রের ক্যান্সারের জালে। এই মধ্যবয়সীকে সুস্থ জীবনে ফেরাতে সার্জারির পর গলায় একটি কৃত্রিম ভয়েস বক্স লাগিয়ে দিয়েছেন চিকিৎসক।

ধূমপান ছাড়াও পান, সুপারি, জর্দায় ব্যাপকভাবে আসক্ত হওয়ায় ক্যান্সারের সহজ শিকার হচ্ছেন গ্রামীণ নারীরা। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ের সুযোগ সৃষ্টিতে বিভাগীয় শহরে সরকার ঘোষিত ক্যান্সার সেন্টারে নাক কান গলার ক্যান্সারের আলাদা বিভাগ রাখার জোর তাগিদ চিকিৎসকদের। Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *