করোনাকালে বিভিন্ন যন্ত্রপাতির অভাবে যখন রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, তখনই বিভিন্ন হাসপাতালে অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি বাক্সবন্দী ও অকেজো অবস্থায় পড়ে থাকার খবর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এ ধরনের বহু নজির আছে।
প্রথম আলোর অনুসন্ধানে ১৬টি হাসপাতালে ২৮টি রোগনির্ণয় যন্ত্র বাক্সবন্দী হয়ে থাকার খবর ছাপা হয়েছে। বাক্সবন্দী অবস্থায় পড়ে থাকা যন্ত্রপাতির মধ্যে আছে ১৩টি এক্স-রে, ছয়টি ভেন্টিলেটর, চারটি আল্ট্রাসনোগ্রাম, একটি ইসিজি, একটি ল্যাপারোস্কপি, একটি কালচার ইনকিউবেটর, একটি হট এয়ার ওভেন ও একটি অটোক্লেভ মেশিন। এ ছাড়া ৩২টি হাসপাতালে ৬৫টি যন্ত্র দীর্ঘদিন ধরে অচল ও অব্যবহৃত পড়ে আছে। এর মধ্যে ২৮টি এক্স-রে, ৯টি আলট্রাসনোগ্রাফি, ৬টি অটোক্লেভ, ৩টি ডায়াথার্মি, ২টি স্টেরিলাইজার, ৫টি অ্যানেসথেসিয়া, ১টি ল্যাপারোস্কপি ও ১টি এমআরআই যন্ত্র অচল অথবা অব্যবহৃত অবস্থায় আছে। ৫টি অ্যাম্বুলেন্সও আছে অচল হয়ে। ব্যবহৃত হচ্ছে না পাঁচটি অস্ত্রোপচারকক্ষও।