News & Event

খাগড়াছড়িতে স্তনক্যান্সার বিষয়ে অনলাইন ভিত্তিক সেমিনারের অনুষ্ঠিত// প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০//

অক্টোবর মাসটি বিশ্বব্যাপী স্তনক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই মাসটিকে আন্তর্জাতিক স্তনক্যান্সার সচেতনতা মাস হিসেবে ঘোষণাকরা হয়। রোগটির নাম শুনেনি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এই রোগের লক্ষণ কিংবা এর প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং প্রতিরোধ বিষয়ে সাধারণ মানুষের ধারণা নেই বললেই চলে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এই রোগের সচেতনতা ও চিকিৎসা সম্পর্কে অনেকটাই অজ্ঞ। প্রতিবছর বাংলাদেশে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছে। একটি জরিপে দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্রে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জননারী এই রোগে আক্রান্ত হচ্ছে।

পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে স্তনক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষে বেসরকারি সেচ্ছা সেবী সংস্থা আলোর ভুবন ট্রাষ্টের প্রধান প্রকল্প দক্ষিনএশিয়া মেডিকেল ফিজিক্স ও ক্যান্সার গবেষনা কেন্দ্র (এস.সি.এম.পি.সি.আর) এর উদ্যোগে গত রবিার বেলা ৩ টা থেকে ৬ টাপর্যন্ত অনলাইন ভিত্তিক সেমিনারের আয়োজনকরা হয়। More read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *