News & Event

ক্যানসার চিকিৎসায় দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশসহ অন্যান্য সাউথ এশিয়ান দেশসমূহের ক্যানসার চিকিৎসার দক্ষ জনবল গঠন ও আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সুনিশ্চিত করতে প্রশিক্ষণ ইনস্টিটিউট করার উদ্যোগ নিয়েছে আলো ভুবন ট্রাস্ট নামের একটি সংগঠন। এ লক্ষ্যে সংগঠনটি সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যানসার রিসার্চ সেন্টার করার পরিকল্পনা নিয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী। অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া বলেন, আমাদের দেশে আধুনিক যন্ত্রপাতি থাকলেও চিকিৎসকদের ট্রেনিংয়ের অভাব রয়েছ। ফলে চিকিৎসকরা মান্ধাতা আমলের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের মধ্যে ধারণা আছে ক্যানসার হলে আর বাঁচা যায় না। কিন্তু আমি জার্মানিতে থাকি। সেখানে ৮০-৯০ শতাংশ ক্যানসার রোগী বেঁচে যায়। তিনি আরও বলেন, এখানে (বাংলাদেশে) ক্যান্সার হাসপাতাল হচ্ছে, কিন্তু প্রশিক্ষণ প্রতিষ্ঠান হচ্ছে না। এর কারণ হিসেবে আমি দেখেছি, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে লাভ কম। এ জন্য কেউ প্রশিক্ষণ প্রতিষ্ঠান করতে আগ্রহী নয়।Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *