News & Event

ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট-৬০ ফের কেনা হচ্ছে

২৩ মার্চ ২০১৯, যুগান্তরঃ

দামে সাশ্রয়ী ও বেশি মানুষকে চিকিৎসা দিতেই এটি কেনা হচ্ছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বের বেশিরভাগ দেশেই বাতিল, ক্ষতিকর মানবদেহের জন্যও। অথচ সরকারের সেন্ট্রাল মেডিকেল স্টোরেজ ডিপার্টমেন্ট (সিএমএসডি) এমন ৫টি কোবাল্ট-৬০ মেশিন ক্রয় করছে। দুটি মেশিন কেনার কার্যাদেশ দেয়া হয়ে গেছে এবং বাকি তিনটি ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। ক্যান্সার রোগীদের রেডিও থেরাপি দেয়ার জন্য এ মেশিন শুধু ক্ষতিকরই নয়, ব্যয়বহুলও।

বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে কার্যকর, আধুনিক, ব্যয় সাশ্রয়ী এবং নিরাপদ রেডিও থেরাপি মেশিন হচ্ছে- লিনিয়ার এক্সিলারেটর। বিশ্ববাজারে এটি সহজপ্রাপ্যও। কিন্তু রহস্যজনক কারণে কেনা হচ্ছে কোবাল্ট-৬০। সূত্র বলছে, প্রভাবশালী একটি প্রতিষ্ঠান হয়তো তার স্বার্থে সরকারের উচ্চপর্যায়কে ভুল বুঝিয়ে এবং সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে মেশিনগুলো সরবরাহ করছে।

জানতে চাইলে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ বাকী যুগান্তরকে বলেন, উন্নত বিশ্বে কোবাল্ট-৬০ মেশিন একেবারেই অযোগ্য।  Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *