News & Event

ইঞ্জেকশনে ভালো হচ্ছে ক্যান্সার, ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য

ক্যান্সার আক্রান্ত কোষ, টিউমারে প্রয়োগ করা হচ্ছে নতুন দাওয়াই। এতে দেহ শুধু ক্যান্সারমুক্ত হচ্ছে, তাই নয়, ওই টিউমার আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ক্যান্সার বিদায় নিচ্ছে শরীর থেকে। ইঁদুরের দেহে সফল ভাবে চালানো হয়েছে এই পরীক্ষা। 

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা ক্যান্সার আক্রান্তদের মধ্যে আশা জাগিয়েছে। মানুষের শরীরকেও কি রোগমুক্ত করতে পারবে এই দাওয়াই, কৌতূহল সেটা ঘিরেই। গবেষকরা মানুষের উপর একই পরীক্ষা-নিরীক্ষা শুরু করতে চলেছেন।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়েছে ইঁদুরের ওপর। তাদের গবেষণালব্ধ ফল প্রকাশিত হয়েছে ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’ নামক জার্নালে। সেই ফল এতটাই চমকপ্রদ যে অনেক ক্ষেত্রে দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসায় সুফল দেওয়ার ব্যাপারে তাতে আশার আলো জেগেছে। ইঁদুরের শরীরের টিউমারে একটি বিশেষ ধরনের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তাতে থাকছে ডিএনএ এবং অ্যান্টিবডি।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়েছে ইঁদুরের ওপর। তাদের গবেষণালব্ধ ফল প্রকাশিত হয়েছে ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন’ নামক জার্নালে। সেই ফল এতটাই চমকপ্রদ যে অনেক ক্ষেত্রে দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসায় সুফল দেওয়ার ব্যাপারে তাতে আশার আলো জেগেছে। ইঁদুরের শরীরের টিউমারে একটি বিশেষ ধরনের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তাতে থাকছে ডিএনএ এবং অ্যান্টিবডি।

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *